হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশ, পূজা উদযাপন পরিষদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করেন।
শনিবার দুপুরে পুলিশ লাইন সভাকক্ষে জেলা পুলিশ প্রধান বিপ্লব বিজয় তালুকদার এর সভাপতিত্বে বক্তারা বলেন, এবার জেলা জুড়ে সর্বাধিক ২৭৯ টি মন্ডবে পূজা উদযাপিত হতে যাচ্ছে।
আর এর মধ্যে প্রশাসন যে ৭৫টি মন্ডবকে অতি ঝুঁকিপূর্ণ এবং ১১১টিকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে।
এসময় পুলিশ প্রধান বিপ্লব বিজয় তালুকার পূজা মন্ডবগুলোকে সম্পূন্ন নিরাপদে রাখার সব ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন. জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড.অজয় চক্রবতী প্রমুখ।