১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
নির্বিঘ্নেই অনলাইন সম্মেলন শেষ করল নিষিদ্ধ হিজবুত তাহরীর, পুলিশ ছিল পর্যবেক্ষণে!
খবরটি শেয়ার করুন:

পূর্ব ঘোষণা অনুযায়ী অনলাইন রাজনৈতিক সম্মেলন শেষ করল নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। পুলিশ প্রতিহতের ঘোষণা দিলেও প্রতিহত করতে পারেনি। তবে সম্মেলন শেষ হয়ে যাওয়ার পর পুলিশ বলেছে, বিষয়টি তারা পর্যবেক্ষণ করেছে।

বেলা সাড়ে তিনটায় শুরু হয়ে সন্ধ্যা ছয়টার কিছু আগে এ সম্মেলন শেষ হয়।

সম্মেলনের ব্যাপারে কথা বলতে ডিএমপির অনেক কর্মকর্তাকেই ফোনে পাওয়া যায়নি। তবে ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তারা পর্যবেক্ষণ করেছেন। তবে কোথায় বসে এ সম্মেলন করা হয়েছে তা এখনো বের করতে পারেনি তারা। র‌্যাবের এক কর্মকর্তাও জানিয়েছেন সম্মেলনস্থলটি সনাক্ত করতে পারেনি তারা।

তবে সম্মেলনের শেষ প্রশ্নোত্তরপর্ব থাকলেও তা না করেই তড়িঘড়ি করে শেষ করা হয় এ সম্মেলন।

এ সম্মেলনকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই অনলাইনে ও অফলাইনে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিল হিজবুত তাহরীর। পুলিশও সম্মেলনটি ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়। সে লক্ষ্যে সংগঠনটির কিছু নেতাকর্মীকেও গ্রেপ্তার করে পুলিশ।

অনলাইনে সরাসরি সম্প্রচারিত সম্মেলনে দেখা যায়, একটি কক্ষের ভেতর পাঁচজন বক্তা বসে অাছেন। যারা ধারাবাহিকভাবে বক্তব্য দিচ্ছেন। তাদের পেছনের দেয়ালে সম্মেলনের ব্যানার টানানো আছে।

সম্মেলনে বাংলাদেশ সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করেন বক্তারা। এছাড়া তারা খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেন। খেলাফত প্রতিষ্ঠায় তাদের কর্মীদের প্রশিক্ষণের কথাও বলেন বক্তারা।

error: দুঃখিত!