মুন্সিগঞ্জ, ২৯ নভেম্বর ২০২৩, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)
নির্বাচন আসলেই যেন মাঠে ফাকা আওয়াজ নিয়ে হাজির হন সাবেক আমলা ইদ্রিস আলী। ২০১৮ সালেও একই কাজ করেছেন তিনি। এবারও আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার আগমুহুর্তে হঠাৎ করেই মুন্সিগঞ্জ-৩ আসনের মাঠে হাজির হন সাবেক এই সংসদ সদস্য। তার পক্ষে ব্যানার-ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রচারণাও দেখা যায়।
তবে, শেষ পর্যন্ত তার ফাকা আওয়াজ মাঠে টেকেনি। আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মত আসনটিতে মৃণাল কান্তি দাসকেই মনোনয়ন দেয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক এই সচিব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলেও দল তাকে তৃতীয়বারের মত বিমুখ করে।
উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে মুন্সিগঞ্জ ৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিএনপির প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন তিনি।