মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘৩০ তারিখ আমার মায়ের মৃত্যুবার্ষিকী, এদিনই মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে কোন ধরনের সহিংস ঘটনা ঘটুক এটা আমি মন থেকে চাই না। এবং এরকম কিছু হবেও না। মানুষ তার নিজের ইচ্ছায় ভোট দিবে।’- আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফয়সাল বিপ্লব এসব কথা বলেন।
এর আগে একই মঞ্চে শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফয়সাল বিপ্লবকে অনুরোধ জানিয়ে বলেন, মুন্সিগঞ্জের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। তুমি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করে নজির সৃষ্টি করে দেখিয়ে দাও আওয়ামী লীগ একটি জনপ্রিয় দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষ সত্যিকারার্থেই ভালোবাসে। তুমি এটা করতে পারলে তোমাকে মানুষ অনেকদিন মনে রাখবে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেনের আয়োজনে ‘উঠান বৈঠকে’ অংশ নিয়ে তারা এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, মুন্সিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব আহমেদ, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নারগিস আক্তার, প্রমুখ।