ঘরের মাঠ, চেনা আবহ। সাগরিকার পাড়ে আরেকটা উৎসবের মঞ্চ প্রস্তুতই ছিল। প্রস্তুত ছিলেন কুশীলবরাও। সঙ্গে ছিল শ্বাসরুদ্ধকর অবিশ্বাস্য রোমাঞ্চের পসরা। আর ছিল জয় থেকে ৩৩ রান দূরে দাঁড়িয়ে আরব্য রজনীর মত একটি নির্ঘুম রাত। যার শেষে উৎসবের নতুন সূর্যোদয় নয়, বিষাদের পরাজয়ই মিললো বাংলাদেশের। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২২ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে যেয়ে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনেই ২৫৩ রান পর্যন্ত পৌঁছেছিল বাংলাদেশ। হাতে ২ উইকেট নিয়ে জয় থেকে ৩৩ রানের স্বপ্নছোঁয়া দূরত্বে ছিল স্বাগতিকরা। উইকেটে ভরসা হয়ে ছিলেন সাব্বির রহমান, সঙ্গী তাইজুল ইসলাম। পঞ্চম দিনের রোমাঞ্চের মঞ্চে স্কোরবোর্ডে ১০ রান যোগ করে ভালোভাবেই এগোচ্ছিলেন তারা।
এরপরই স্টোকসের জোড়া আঘাত। প্রথমে তাইজুলকে (১৬) রিভিউ নিয়ে এলবিডব্লিউয়ে সাজঘরের পথ দেখানোর এক বল পরই শফিউল ইসলামকে (০) ফেরান এই ইংলিশ অলরাউন্ডার।
শফিউলের আউটটি যতটা না স্টোকসের হয়ে থাকল, তার চেয়েও বেশি ব্যক্তিগত বোকামির ফল! অফস্ট্যাম্পের বলে ব্যাট না চালিয়ে প্যাড এগিয়ে দিয়ে উইকেট বাঁচাতে যেয়েই উইকেট খুইয়েছেন তিনি। পঞ্চম দিনে তাতে খেলার আয়ু থাকল মাত্র ২১ বল। বাংলাদেশ গুটিয়ে গেল ২৬৩ রানে।
ভরসার ভেলাটা তীরে নোঙর করাতে যার দিকে দৃষ্টি রেখেছিল সকলে, সেই সাব্বির অপর প্রান্তে দাঁড়িয়ে দাড়িয়ে দেখলেন সতীর্থদের আত্মহত্যা! শেষ পর্যন্ত ৬৪ রানে অরাজিত থাকলেন সাদা পোশাকে অভিষেকেই আলো ছড়ানো এই ডানহাতি।