মৃুুন্সিগঞ্জ, ০৭ জুন, ২০২২, আমিরুল ইসলাম নয়ন, গজারিয়া (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর মৌজার বড় ভাটেরচর ঈদগাঁ ও কবরস্থানের বিপরীত পাশে সরকারি খাস সম্পত্তি ও নদী মধ্যবর্তী স্থানে ব্যক্তি মালিকানা সম্পত্তি দাবি করে বাঁশের বেড়া দিয়ে নদী ভরাট করতে দেখা গেছে।
স্থানীয় ও গ্রামবাসী সূত্রে জানা যায়, বড় ভাটের চরের মৃত দ্বীন ইসলামের মেয়ে সুবর্ণা আক্তার ১৫ শতাংশ জায়গা ক্রয় সূত্রে মালিক হয়েছেন বলে দাবি করে নদীতে মাটি ভরাটের কাজ করছেন।
গতকাল সরেজমিন দেখা যায়, বড় ভাটেরচর পশ্চিম পাড়া ঈদগা কবরস্থান সংলগ্ন কাজলা নদীর পার বাঁশের বেড়া দিয়ে বালু ভরাট করা হচ্ছে।
অভিযুক্ত সুবর্ণা আক্তার বলেন, আমি ১৫ শতাংশ জমি কিনেছি। ক্রয়সূত্রে আমি এই জায়গার মালিক। তাই ভরাট করছি।
পরে নদী পার ভরাটের খবর পেয়ে দুপুর ৩ টা’র দিকে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা ঘটনাস্থলে উপস্থিত হন।
এসময় তিনি অবৈধভাবে কাজলা নদী দখলের দৃশ্য দেখে রেগে যান এবং তাৎক্ষণিকভাবে অবৈধ বালু ভরাট বন্ধের নির্দেশ দেন।
এসময় বালু ভরাট কাজে ব্যবহৃত ড্রেজারটি মৌখিকভাবে জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মাহফুজুর রহমান রিপনের জিম্মায় রাখেন। এসময় এসিল্যান্ড বলেন, আর ১ ইঞ্চি বালু এখানে পড়বে না। ভূমির শ্রেণীবিন্যাস পরিবর্তন হয়ে যাবে আপনারা জেলা প্রশাসনের অনুমোদন না এনে কাজ করতে পারবেন না।