রাস্তাঘাটে যৌন হয়রানিসহ অনাকাঙ্খিত ঘটনা মোকাবিলায় কিশোরগঞ্জের স্কুল ছাত্রীরা নিচ্ছে কারাতে প্রশিক্ষণ। এর মাধ্যমে নিজেদের শরীর গঠনের পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠছে তারা, পরিচয় দিচ্ছে শক্তি ও সাহসের।
খালি হাতে আত্মরক্ষার কৌশল শিখছে ছাত্রীরা। কারাতে শেখার এই প্রশিক্ষণের আয়োজন করেছে বেসরকারি সংস্থা -নারী উদ্যোগ কেন্দ্র।
২০০৮ থেকে এ পর্যন্ত বিভিন্ন স্কুলের দুই হাজারেরও বেশি ছাত্রী নিয়েছে আত্মরক্ষার এই প্রশিক্ষণ। বিনা ফিতে ছয় মাস মেয়াদে সপ্তাহে দুদিন করে দেয়া হয় এই প্রশিক্ষণ। প্রতিটি ব্যাচে থাকে ৩০ জন করে ছাত্রী।
কিশোরগঞ্জ ছাড়াও প্রশিক্ষণ চলছে নরসিংদী, গাজীপুর ও ঢাকার কয়েকটি স্কুলে। পর্যায়ক্রমে সারাদেশেই এ প্রশিক্ষণ ছড়িয়ে দেওয়া হবে বলে জানালেন কেন্দ্রের প্রশিক্ষক।
আত্মরক্ষার কৌশল শেখাতেই কারাতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন কেন্দ্রটির নির্বাহী পরিচালক।
কারাতে বিষয়টি স্কুল পর্যায়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্তির জন্য চেষ্টা চলছে বলে জানালেন তিনি।