নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ‘মেয়র প্রার্থী’ ডাঃ সেলিনা হায়াত আইভীর নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে যোগ দিয়েছে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ।
১৯ডিসেম্বর বিকেল ৩টা থেকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এর সাথে মহানগরের রাইফেলস ক্লাবে ক্ষমতাসীন দলের সাংসদ শামীম ওসমানের সাথে সাক্ষাৎ শেষে প্রচারণায় নামেন মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল।
শহরের চাষাড়া মোড় হয়ে তারা প্রায় ৩টি ওয়ার্ডে পায়ে হেটে গণসংযোগ করেন। এরপরে জাকির হোসেন এর নেতৃত্বে মেয়র প্রার্থী আইভীর সাথে সাক্ষাৎ করে তাকে সাথে নিয়ে আবারও গণসংযোগে নামেন তারা।
এসময় মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ রুবেল, মশিউর রহমান সিজু, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক শিহাব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।