১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১:০৫
নারী দিবসে মুন্সিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে মুন্সিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টা’য় ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেণ্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর মুন্সিগঞ্জের আয়োজন এবং জাতীয় মহিলা সংস্থা, টান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরকি কমিটি (সনাক) মুন্সিগঞ্জের সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা, পোস্টার প্রচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।

এসময় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।

আলোচনা সভার সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন।

এসময় আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে ১০ দফা দাবি উপস্থাপন করেন, সনাক মুন্সিগঞ্জ সহ-সভাপতি এ্যাড. পাপিয়া আক্তার নীলু।

error: দুঃখিত!