২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৯:৪০
নারীর ক্ষমতায়নসহ গণমাধ্যমকর্মীরা সকল অর্জনের অংশীদার: প্রতিমন্ত্রী ইন্দিরা 
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ সেপ্টেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেছেন, নারীর ক্ষমতায়নসহ সকল অর্জনের অংশীদার জাতির বিবেক গণমাধ্যমকর্মীরা ।

সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে সাংবাদিকরা। সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যমের ভুমিকার কারণে জাতি উপকৃত হচ্ছে। যার জলন্ত উদাহরণ দৈনিক সভ্যতার আলো।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি জিস্ট পলিটেকনিক মাঠে আঞ্চলিক দৈনিক সভ্যতার আলোর ৭ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।

পত্রিকাটির সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান  আমিরুল ইসলাম, ইউএনও আব্দুলাহ আল মাহফুজ, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমদ, জিস্টের দুই প্রতিষ্ঠাতা ড. এম এ মান্নান সরকার ও ড. জাকারিয়া আব্বাসী, বিশিষ্ট কথা সাহিত্যক নাট্যকার আবু সুফিয়ান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী জাকির হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, জিস্ট অধ্যক্ষ মো. মামুন শরীফ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু ও গজারিয়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।

প্রতিমন্ত্রী এর আগে জিস্ট পলিটেকনিক প্রাঙ্গণে ‘ক্যাশিয়া জাভানিকা’ নামের দৃষ্টিনন্দন ফুলের বিরল একটি বৃক্ষের চারা রোপণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, মুন্সিগঞ্জে দৈনিক সভ্যতার আলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে সব শ্রেণীর পাঠকের মন জয় করেছে। নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ বন্ধেও ভূমিকা রাখছে পত্রিকাটি। তাদের আরেকটি বৈশিষ্ট্য হল- তারা সচেতন পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সমাজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে গণমাধ্যম সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমাধ্যমের কল্যাণে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। ফলে মানুষ এখন গুরুত্বপূর্ণ খবর পেতে চায় শুধু তাই নয়, মানুষ এখন খবরের পেছনের ঘটনাও জানতে চায়।

দৈনিক সভ্যতার আলো সকল সংবাদ বস্তুনিষ্ঠতার সঙ্গে তুলে ধরে থাকেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।

error: দুঃখিত!