২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:৫২
‘নারীই পৃথিবীতে কৃষি এনেছে‘-মুন্সীগঞ্জে কৃষিমন্ত্রী
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরনে মুন্সীগঞ্জ এর ৬টি উপজেলার  ৭৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ২লক্ষ ৮১হাজার ৫৯৬জন শিক্ষার্থীদের মধ্যে ৬লক্ষ গাছের চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ।

আজ ১৩ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১টা ১৮মিনিটের সময় মুন্সীগঞ্জ জেলা শহরের শিল্পকলা একাডেমি’র মিলনায়তনে “নতুন প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশ” স্লোগানের এই কর্মসূচির উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

উদ্বোধন পূর্ব বক্তব্যে বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘মাটির উর্বরতা নষ্ট করে যেসকল বৃক্ষ মাটির কার্যক্ষমতা রোধ করতে সহায়ক ভূমিকা পালন করে সেসকল বৃক্ষ রোপন না করতে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। বক্তব্যের শেষ পর্যায়ে মতিয়া চৌধুরী বলেন-‘নারীই পৃথিবীতে প্রথম কৃষিবাদ উদ্ভাবন করেছে। এবং কৃষি’র প্রান্তিক সম্প্রসারনে নারীই বেশি ভূমিকা রেখেছে।’

উদ্বোধনের আগে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচিব ড: কামাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে আজিম (শিক্ষা ও আইসিটি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জ এর উপপরিচালক হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও মুন্সীগঞ্জ সদর-গজারিয়া আসনের সাংসদ এডভোকেট মৃণাল কান্তি দাস, সাবেক হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি। এবং উদ্বোধনের পরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ব্যাতিক্রমধর্মী এই অনুষ্ঠানের উদ্যোক্তা, ২০১৪সালের বনায়নে প্রধানমন্ত্রী’র পদকপ্রাপ্ত জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।

বক্তব্যকালে বন মন্ত্রনালয়ের সচিব ড: কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘মুন্সীগঞ্জের জেলা প্রশাসক বৃক্ষরোপনের ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছেন। ইতোমধ্যে তিনি প্রধানমন্ত্রী’র কাছ থেকে পুরস্কারও গ্রহন করেছেন। তার এই উদ্যোগ প্রত্যেক জেলা’য় নেয়া হলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে।’

এসময় তিনি জানান দেশে ২৩৫কোটি টাকা মানুষ আয় করছে শুধুমাত্র বৃক্ষরোপন ও সামাজিক বনায়নের মাধ্যমে।

বক্তব্যকালে বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও মুন্সীগঞ্জ সদর-গজারিয়া আসনের সাংসদ এডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, ‘আওয়ামীলীগের আগে এই অঞ্চলে কেউ বনায়ন নিয়ে ভাবেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলাদেশে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহন করেছিলেন তারই ধারাবাহিকতায় দেশে প্রতিবছর ধারাবাহিকভাবে ছাড়া্ও বিভিন্নভাবে বৃক্ষরোপন কর্মসূচি পরিচালিত হচ্ছে।’

এসময় তিনি মুন্সীগঞ্জবাসীকে বৃক্ষরোপনে আহবান জানান এবং বৃক্ষনিধন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।

বক্তব্যকালে সাবেক হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপনের পাশাপাশি যত্রতত্র খাল-বিল ভরাট বন্ধ করতে হবে। এর জন্যে মুন্সীগঞ্জের জেলা প্রশাসককে দলমত-নির্বিশেষে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে অনুরোধ করেন এমিলি।’

এসময় সাগুফতা ইয়াসমিন এমিলি উপস্থিত শিক্ষার্থীদের উদ্যেশ্য করে বলেন, নারী যদি নিজের পায়ে দাড়াতে পারে তবে বাংলাদেশ কেনো পৃথিবী’র কোন দেশেই নারী নির্যাতন থাকবে না।

error: দুঃখিত!