১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১০:০২
Search
Close this search box.
Search
Close this search box.
নারায়ণগঞ্জে মুন্সিগঞ্জের লঞ্চ ডুবি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ এপ্রিল, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে অতিরিক্ত যাত্রী নিয়ে ছেড়ে আসা এম এল সাবিত আল হাসান নামের একটি লঞ্চ ডুবে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৬টা’র দিকে ধারন ক্ষমতার অন্তত দুই গুন বেশি যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর চর সৈয়দপুর ব্রীজ সংলগ্ন এসকে-৩ নামে বড় আকৃতির একটি কার্গো জাহাজের ধাক্কায় এটি ডুবে যায়। এখন পর্যন্ত সেখানে বিভিন্ন সংস্থা উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, করোনা পরিস্থিতির কারনে লকডাউনের ঘোষনায় আজ লঞ্চটিতে বাড়তি যাত্রীর চাপ ছিলো। এছাড়া এই রুটের প্রায় সবগুলো লঞ্চই ফিটনেসবিহীন।

এ ঘটনায় এখন পর্যন্ত ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৪ জনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত আরও কতজন নিখোঁজ রয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বিস্তারিত আসছে…

 

error: দুঃখিত!