মুন্সিগঞ্জ, ৯ ফেব্রুয়ারি, ২০২২, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে এক প্রবাসী যুবকের মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (৯ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামের নিজ বসত ঘরের ফ্যানের সাথে ফাঁস দেয়া অবস্থায় আলমগীর হোসেন (৩৫) এর লাশ উদ্ধার করা হয়।
তিনি দুই মাস আগে মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। তার দুই বছরের একটি কন্যা সন্তান আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে বাসায় এসে মায়ের হাতের বানানো পিঠা খায়। এরপর নিজের ঘরে গিয়ে সকাল সাড়ে ৮টা হতে ৯টার মধ্যে গলায় গামছা বেঁধে ফ্যানের সাথে ফাঁস দেয়।
স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় দেহ নামিয়ে ইছাপুরা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।