মুন্সিগঞ্জ, ১৫ নভেম্বর ২০২৩, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
আজ ১৫ নভেম্বর মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা-জনতার অংশগ্রহণে বর্ণাঢ্য বিজয় র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে টংগিবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বিজয় র্যালী বের হয়। উপজেলার প্রধান সড়ক ও উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে শেষ হয় বিজয় র্যালী।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মু: রাশেদুজ্জামান, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণসহ প্রমুখ নেতৃবৃন্দ।