মুন্সিগঞ্জে মহান বিজয় দিবসে নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
প্রত্যুষে শ্রদ্ধাঞ্জলি জানায় সর্বস্তরের মানুষ।
শহরের পুরনো কাছারীতে শহীদদের নাম খচিত স্মৃতি স্তম্ভ মুহুর্তেই ফুলে ফুলে ভরে যায়।
৩১ বার তোপধ্বনির পরপরই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মাহফুজুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান, পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লবসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠন ও নানা প্রতিষ্ঠান।
এর পরই মুন্সিগঞ্জ স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, নানা লোকজ ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
দুপুরে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।
জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ সাজ্জাদ, জেলার মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এনামূল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা প্রমুখ।