মুন্সিগঞ্জ, ১৬ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এবং এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার ধামারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীর পিতা বঙ্গবন্ধুসহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনীমুলক বই বিতরণ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী তারিক আহমেদ।
প্রধান শিক্ষক নাজমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য কাজী লুৎফর রহমান শাহীন। এ সময় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কবির হাওলাদারসহ অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী ও কোমলমতি শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।