মৃুুন্সিগঞ্জ, ০১ জুন, ২০২২, আদনান সাদ (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর তীরঘেষা বেরিবাধে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছে একটি শিশু।
জানা যায়, মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে বেরিবাধ এলাকায় দিনের বেশিরভাগ সময়ই মানুষের কোলাহল থাকে। তবে গতকাল মঙ্গলবার ভোর সকালে বেড়িবাঁধ এলাকা ছিল একদম ফাকা। ঠিক সেই সময় একটি শিশু আচমকাই বেরিবাধ থেকে নদীতে পড়ে যায়।
ধলেশ্বরী নদীর ট্রলার চালকদের তথ্যমতে, শিশুটির বয়স ছিল আনুমানিক ৭ থেকে ৮ বছর। লঞ্চঘাটের একটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে শিশুটির পানিতে পড়ে যাওয়ার দৃশ্য।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নদীর পারে ছিলেন একজন মানসিক প্রতিবন্ধী নারী, তিনি চেষ্টা করছিলেন ছেলেটিকে বাঁচাতে। পানিতে নেমে উদ্ধার করতে না পেরে নদীর পাড় দিয়ে হেঁটে আসা একজন যুবককে ছেলেটিকে দেখিয়ে উদ্ধার করতে বলেন তিনি।
ভিডিওতে লক্ষ্য করলে দেখা যায়, লোকটি দ্রুত পানিতে নেমে শিশুটিকে উদ্ধার করে এবং দৌড়ে লঞ্চঘাট এলাকায় নিয়ে আসে। একই সময় একজন শ্রমিক শিশুটিকে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
তিনি আমার বিক্রমপুরকে জানান, আমি দেখলাম দূর থেকে এক ব্যক্তি শিশুটিকে কোলে করে নিয়ে আসছে, তখনও শিশুটির শ্বাসপ্রশাস স্বাভাবিক ছিল। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাই, তখন ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তিনি আরো জানান, শিশুটির বাড়ি জেলা সদরের নয়াগাঁও এলাকায়। শিশুটিকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কিছুটা সুস্থ হলে তাকে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়।
শিশুটির মা জানান, তার সন্তান কিছু খাওয়ার কথা বলে নদীর পারে যায়, কিন্তু পরে তাকে আর খুঁজে পাচ্ছিলেন না, তারা জানতেন না তার ছেলে নদীতে পরে গিয়েছে।