৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ১০:১৫
ধলেশ্বরী নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

শহীদ-ই-হাসান তুহিন:
মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁওস্থ ধলেশ্বরী নদী থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম শুভ (১৯)। শুভ ফতুল্লা পোস্ট অফিস গলি এলাকার একটি রোলিং মেশিনের মিলে কাজ করতো। শুভ বরিশালের মুলাদীর আদম আলীর ছেলে।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউনুস জানান, গত মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে গোসল করতে এসে ডুবে নিখোঁজ হয়ে যায় শুভ। পরে বৃহস্পতিবার সকালে ধলেশ্বরী নদীতে লাশ ভেসে উঠলে মুক্তারপুর নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

error: দুঃখিত!