মুন্সিগঞ্জ, ৮ অক্টোবর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মুন্সিগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ‘মৌন প্রতিবাদ’ কর্মসূচি পালন করেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় মুক্তিযোদ্ধা ভাস্কর্য ঘিড়ে মাথায় কালো কাপড় বেঁধে বিভিন্ন স্কুল কলেজ এর বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মৌন প্রতিবাদ জানান।