৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৯:০৮
Search
Close this search box.
Search
Close this search box.
ধর্ম ব.দলে বিয়ে!, মুন্সিগঞ্জে স্বামীর হাতে প্রাণ গেছে স্ত্রীর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ের দুইমাস পর স্বামীর হাতে প্রাণ গেছে জিয়াসমিন আক্তার (২৫) নামের এক নারীর।

বুধবার (১৫ মে) সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকায় বসতঘর থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার মোহাম্মদ শাহজালালের স্ত্রী।

স্থানীয়রা জানান, অভিযুক্ত শাহজালাল প্রায় দুই মাস আগে ওই নারীকে হঠাৎ বাড়িতে নিয়ে এসে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন। নিহত ওই নারী হিন্দু ধর্মালম্বী ছিলেন। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন বলেও জানান স্থানীয়রা। নিহত জিয়াসমিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।

মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী শাহজালাল মঙ্গলবার দিবাগত রাতের যেকোনো সময় ওই নারীকে পিটিয়ে হত্যা করে থাকতে পারেন।

অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।

error: দুঃখিত!