১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | সন্ধ্যা ৭:৫৩
দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মুক্তারপুর ব্রীজে আরোহী নিহত, আহত ১
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মুজাহিদ (১৯) নামের এক মটর সাইকেল আরোহী নিহত ও অপর এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের উপকণ্ঠে মুক্তারপুর ব্রিজের উপরে এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে যানচলাচল ২০ মিনিটের মত বন্ধ ছিলো। ঘটনাস্থলে পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মটর সাইকেলটিতে চালকসহ দু’জন আরোহী ছিলেন। ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে মটর সাইকেলটি ব্রিজের উপরেই পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় দু’জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে মো. মুজাহিদ (১৯) নামের একজন মারা যায়। অপর আহত রাতুল (২০)কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

ঘটনার সত্যাতা স্বীকার করে মুক্তারপুর নৌ-ফার্ড়ি ইনর্চাজ মোশারফ হোসেন জানান, গতি বেশি থাকার কারনে নিয়ন্ত্রন হারিয়ে মটর সাইকেলটি পড়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় দু’জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে আহত অবস্থায় থাকা মুজাহিদ মারা যায় । অপর আহত রাতুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

error: দুঃখিত!