মুন্সিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মিরকাদিম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী আব্দুস সালাম ২০ হাজার ৫৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতীদ্বন্দী বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৮৬৮ ভোট।
অন্যদিকে অপর দুই মেয়র প্রার্থী জাতীয় পার্টি মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী খন্দকার মোহাম্মদ হোসেন রেনু পেয়েছেন ৩৭০ ভোট। আর নির্বাচন ছেড়ে দেয়ার ঘোষণা দেয়া দুইবারের মেয়র শহিদুল ইসলাম শাহিন পেয়েছেন ১৭৭ ভোট।
৪র্থ ধাপের মিরকাদিম পৌরসভায় এবারের নির্বাচনে ৩৭ হাজার ৩৭৬ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ২২ হাজার ৫ জন। যায় মোট ভোটারের ৫৮.৪৪ শতাংশ।
পৌরসভার ১৭টি কেন্দ্রের ১২৪ টি বুথে ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করেন।
কাউন্সিলর পদে কোন ওয়ার্ডে কে কত ভোট পেলেন
ওয়ার্ড নং-১ এ মোট ভোট প্রদান করেন মোট ৩৪৪১ জন ভোটার। যার মধ্যে ১৭৩০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ডালিম প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল জলিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবি প্রতীকের মাসুদ রানা পেয়েছেন ১১৮৩ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে উটপাখি প্রতীকের মোঃ গিয়াস উদ্দিন পেয়েছেন ৪১৩ ভোট ও পানির বোতল প্রতীকের মোঃ জাকির চৌধুরী পেয়েছেন ১১৮ ভোট। বাতিল হয়েছে ৫ ভোট।
ওয়ার্ড নং-২ এ ভোট প্রদান করেন ২৬৫৭ জন ভোটার। যার মধ্যে ৯৫৮ ভোট পেয়ে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন উট পাখি প্রতীকের প্রার্থী আওলাদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবি প্রতীকের মোঃ বাবুল মিয়া পেয়েছেন ৮৭১ ভোট। এ ওয়ার্ডে অপর ৩ কাউন্সিলর প্রার্থী আবু তাহের মিয়া (টেবিল ল্যাম্প প্রতীক) পেয়েছেন ৬৭ ভোট, মোহাম্মদ ইব্রাহীম (ডালিম প্রতীক) পেয়েছেন ৪৫২ ভোট ও মোঃ আজম খান (পানির বোতল প্রতীক) ৩০৯ ভোট। বাতিল হয়েছে ৫ ভোট।
ওয়ার্ড নং-৩ এ মোট ভোট প্রদান করেন ২৪০৬ জন ভোটার। যার মধ্যে ৮৩২ ভোট পেয়ে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন পাঞ্জাবি প্রতীকের প্রার্থী আক্তার হোসেন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডালিম প্রতীকের মোঃ তাইফুর রহমান পেয়েছেন ৬৪৭ ভোট। একই ওয়ার্ডে অপর ৩ প্রার্থী মোঃ কামরুল ইসলাম জাহাঙ্গীর (পানির বোতল) পেয়েছেন ২১৯ ভোট, মোঃ সুমন দেওয়ান (টেবিল ল্যাম্প প্রতীক) – ৮৯ ভোট, মোঃ সালাউদ্দিন দেওয়ান (উটপাখি) পেয়েছেন- ৬১৯ভোট।
ওয়ার্ড নং-৪ এ মোট ভোট প্রদান করেন ২৩৭৯ জন ভোটার। যার মধ্যে ১৪১৩ ভোট পেয়ে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন উট পাখি প্রতীকের প্রার্থী মোঃ দ্বীন ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবি প্রতীকের আবদুল মজিদ মিয়া পেয়েছেন, ৮৭৯ ভোট। অপর প্রার্থী মোঃ সুমন (টেবিল ল্যাম্প প্রতীক) পেয়েছেন ৮৭ ভোট। বাতিল ভোট ৫টি।
ওয়ার্ড নং-৫ ওয়ার্ডে মোট ভোট প্রদান করেন ২১৫২ জন ভোটার। যার মধ্যে ৯১১ ভোট পেয়ে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী মোঃ ইদ্রিস আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবি প্রতীকের বাবুল আহমেদ পেয়েছেন ৭৬৩ ভোট। অপর দুই প্রার্থী ডালিম প্রতীকের মোঃ পিন্টু পেয়েছেন ১০৯ ভোট ও উটপাখির হারুন রশিদ পেয়েছেন ৩৬৯ ভোট। বাতিল হয়েছে ২ ভোট।
ওয়ার্ড নং-৬ এ মোট ভোট প্রদান করেন ১৭৬২ জন ভোটার। যার মধ্যে ৮১০ ভোট পেয়ে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন উট পাখি প্রতীকের প্রার্থী মোঃ লিটন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবি প্রতীকের মরতুজ আলী হিরা (পাঞ্জাবি প্রতীক) পেয়েছেন ৫০৮ ভোট। অপর প্রার্থী শহিদুল ইসলাম (টেবিল ল্যাম্প) পেয়েছেন ৪৪৪ ভোট। এ ওয়ার্ডে ভোট বাতিল হয়েছে ১টি।
ওয়ার্ড নং-৭ এ মোট ভোট প্রদান করেন ২৭৬৪ জন ভোটার। যার মধ্যে ৮৯৫ ভোট পেয়ে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন গাজর প্রতীকের প্রার্থী মোঃ সোহেল মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডালিম প্রতীকের শামীম আশ্রাফ পেয়েছেন ৮৩৬ ভোট। এ ওয়ার্ডে অপর ৩ প্রার্থীর মধ্যে মোঃ আবুল কাশেম হায়দার (পাঞ্জাবি প্রতীক) পেয়েছেন ১৫ ভোট। মোঃ ইমরান হোসেন (ব্ল্যাক বোর্ড প্রতীক) পেয়েছেন ৬ ভোট ও মোঃ ইয়াছিন (উটপাখি প্রতীক) পেয়েছেন ৪৭৮ ভোট। এ ওয়ার্ডে ভোট বাতিল হয়েছে ১টি।
ওয়ার্ড নং-৮ এ মোট ভোট প্রদান করেন ২৪৪৪ জন ভোটার। যার মধ্যে ১০৮৬ ভোট পেয়ে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন উট পাখি প্রতীকের প্রার্থী আবদুর রহিম বাদশা। তারন নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবি প্রতীকের মোকলেসুর রহমান পেয়েছেন ৯৫০ ভোট অপর প্রার্থী ডালিম প্রতীকের মুহাম্মদ ইমরান মালেক পেয়েছেন ৪০৮ভোট।
ওয়ার্ড নং-৯ এ মোট ভোট প্রদান করেন ১৯৭৭ জন ভোটার। যার মধ্যে ১৯০৮ ভোট পেয়ে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন পাঞ্জাবি প্রতীকের প্রার্থী মোঃ সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উটপাখি প্রতীকের গোলাম কিবরিয়া পেয়েছেন ৫৯ ভোট। অপর ২ প্রার্থীর মধ্যে মোঃ নুরুল আমিন (ডালিম প্রতীক) পেয়েছেন ২ভোট ও জাকির হোসেন দেওয়ান (পানির বোতল) পেয়েছেন ৮ভোট। বাতিল হয়েছে ১টি ভোট।