৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ২:১৯
Search
Close this search box.
Search
Close this search box.
দেখে নিন গজারিয়ায় কে কোন প্রতীক পেলেন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিতব্য মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় প্রতিদ্বন্দী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করেন।

এসময় চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ খান জিন্নাহ ও আশরাফুল ইসলাম আকাশ উভয়ই দোয়াত কলম প্রতীক চাইলে তাদের মধ্যে কাগজে টস হয়। এতে জিন্নাহ হেরে যান আশরাফুল ইসলামের কাছে। আশরাফুল পেয়ে যান দোয়াত কলম প্রতীক। পরে জিন্নাহ কাপ-পিরিচ প্রতীক চাইলে তাকে সেটি বরাদ্দ দেয়া হয়।

এছাড়া চেয়ারম্যান পদে আমিরুল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক ও আবুল বাসার পেয়েছেন ঘোড়া প্রতীক।

আরেক চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতা গতকাল তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।

ভাইস চেয়ারম্যান পদে আতাউর রহমান নেকী পেয়েছেন- চশমা প্রতীক, জুনায়েত হোসেন মনির পেয়েছেন তালা প্রতীক ও সাইফুল ইসলাম (মন্টু) পেয়েছেনি টিউবওয়েল প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে খাদিজা আক্তার পেয়েছেন পদ্মফুল প্রতীক, নুসরাত জাহান মিতু হাঁস প্রতীক, মোসা: মীনা আক্তার পেয়েছেন ফুটবল প্রতীক ও মেহেরুন নেসা উত্তরা পেয়েছেন কলস প্রতীক।

তফসিল অনুযায়ী গেল ১৫ এপ্রিল গজারিয়া উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ছিলো। ১৭ এপ্রিল হয় যাচাই-বাছাই। ২২ এপ্রিল ছিলো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আজ ২৩ এপ্রিল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এই নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হলো। আগামী ৮ মে ব্যালটপেপার পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

error: দুঃখিত!