৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৩১
Search
Close this search box.
Search
Close this search box.
দুঃস্থ, অসহায়, অসচ্ছ্বল ও কর্মহীনদের মাঝে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনায় বিপর্যস্ত দুঃস্থ, অসহায়, অসচ্ছ্বল ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরন করেছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।

আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৩০০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট লবণ, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ১ টা সাবান।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক জানান, কোভিড-১৯ (২য় ঢেউ) মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই ত্রাণ কর্মসূচি পালন করে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।

error: দুঃখিত!