দীর্ঘ ১১বছর পর ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
হরগঙ্গা কলেজের অধ্যক্ষ ড. মীর মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।
নবীনবরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, শহর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অালমগীর হোসেন, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর, সদর থানা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লাকুম প্রমুখ।