১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:১৪
Search
Close this search box.
Search
Close this search box.
দীর্ঘদিন পর ‘অভিযোগহীন’ নির্বাচন শ্রীনগরে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ নভেম্বর, ২০২১, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)

দীর্ঘদিন পরে একটি ‘অভিযোগহীন’ নির্বাচন দেখা গেলো মুন্সিগঞ্জের শ্রীনগরে।

গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) ছিলো শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে দিনভর ভোটারদের উপস্থিতি ছিলো আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়তে পারেন: শ্রীনগরের ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার আটপাড়া ইউনিয়ন, শ্রীনগর সদর ইউনিয়ন, কোলাপাড়া ইউনিয়ন, তন্তর ইউনিয়ন, শ্রীনগর সদর ইউনিয়ন, পাটাভোগ ইউনিয়ন, ভাগ্যকুল ইউনিয়ন, রাঢ়ীখাল ইউনিয়ন, বাড়ৈখালি ইউনিয়ন, হাসাড়া ইউনিয়ন, বাঘড়া ইউনিয়ন ও ষোলঘর ইউনিয়ন ঘুড়ে দেখা গেছে প্রতি কেন্দ্রে ভোটার উপস্থিতি প্রার্থীদের কাঙ্ক্ষিত ধারণার চেয়েও বেশি ছিলো। ভোটার উপস্থিতি বেশি থাকার কারনে চাইলেও প্রার্থীর-কর্মী সমর্থকরা কেন্দ্রের ভেতরে বা বাইরে বিশৃঙ্খলা বা ভীতিকর পরিবেশ তৈরি করতে পারেনি।

সব মিলিয়ে প্রার্থী ও ভোটারদের ছোট ছোট কিছু অভিযোগ থাকলেও বড় কোন অভিযোগ পাওয়া যায়নি সারাদিনে।

১৪ ইউনিয়নের মধ্যে ১৩ ইউনিয়নে ভোট হয়েছে ব্যালটে, বাকি একটিতে ইভিএমে। নির্বাচনে দায়িত্ব পালন করেছেন ১৯ জন ম্যাজিষ্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর ২ হাজার ৯৪৫ জন সদস্য। সর্বমোট ১২৮ টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করেন ৫৬ জন, নারী সদস্য পদে ১২৪ জন ও সাধারণ সদস্য পদে ৪১৮ জন।

 

 

error: দুঃখিত!