মুন্সিগঞ্জ, ৩১ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
৩১ ডিসেম্বর ২০২০। মুুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন-২০২১ এর জন্য দিনটি হয়ে উঠেছে বিশেষ গুরুত্বের। এই নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাড়িয়েছিলো মুুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না তা নিয়ে। পুরো শহর থেকে শুরু করে জেলাব্যাপী দিনভর ছিলো টানটান উত্তেজনা। সকাল থেকেই নির্বাচন অফিসে অপেক্ষারত ছিলেন সাংবাদিকরা। ‘কল্লোল ভাই’ মনোনয়ন জমা দিতে কখন আসবেন।
অবশেষে সব জল্পনাকল্পনার অবসান হয় স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের হস্তক্ষেপে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মুুন্সিগঞ্জ শহরের শ্রীপল্লীতেমাহতাব উদ্দিন কল্লোলের বাসায় আসেন মুুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। তিনি এসময় মাহতাব উদ্দিন কল্লোলের কাছ থেকে মনোনয়ন নিয়ে সেটি আর জমা না দেয়ার জন্য নির্দেশ দেন।
এর আগে গত ২০ তারিখে মুুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন-২০২১ এ অংশগ্রহণের উদ্দেশ্যে মনোনয়ন কিনেন মাহতাব উদ্দিন কল্লোল।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়সাল বিপ্লবের প্রতি সমর্থন জানিয়ে মনোনয়ন ফরম জমা ও নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে আসেন জনপ্রিয় এই আওয়ামী লীগ নেতা।
এ বিষয়ে জানতে চাইলে মাহতাব উদ্দিন কল্লোল ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘দেশরত্ম শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি আনুগত্য ও দলীয় শৃঙ্খলা বজায় রাখতে আমি এ নির্বাচন থেকে সরে দাড়ালাম। এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়সাল বিপ্লবের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করলাম।’