১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৯:২৯
Search
Close this search box.
Search
Close this search box.
দল বড় কথা না, মা-বাবার দোয়া আগে- মুন্সিগঞ্জে শামিম ওসমান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘যারা ইয়াং জেনারেশন তাদের উদ্দেশ্যে বলবো। জীবনে যদি কিছু পেতে চান- ভালো কিছু করতে চান একটা জিনিস সবার আগে করবেন। কে কোন দল করেন সেটা বড় ব্যাপার না। দল করেন কিংবা না করেন সেটাও বড় ব্যাপার না। মা-বাবার দোয়াটা মাথার উপরে রাখবেন।- এসব কথা বলেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

আজ মঙ্গলবার বিকাল ৪টা’র দিকে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নের গনাইসার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ তারেক ও সিফাত স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্থানীয় আওয়ামী লীগ নেতা স্বপন চোকদারের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদ খান।

গনাইসারের প্রয়াত সাবেক দুই খেলোয়াড় তারেক ও সিফাতের স্মৃতিতে ৬ষ্ঠ বারের মতো গনাইসার বড় দল বনাম ছোট দলের মধ্যকার প্রীতি ম্যাচটিতে বড় দল ৩-২ গোলে পরাজিত করে ছোট দল কে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া এন্ড কমিনিউকেশন ডিরেক্টর তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লিপি ওসমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির হালদার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত সেন্টু, পাঁচগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনুল কবির মিঠু মুন্সি, সমাজ সেবক দেলোয়ার হোসেন চোকদার, বিশিষ্ট ব্যবসায়ী আমিন শিকদার, চেয়ারম্যান প্রার্থী সুমন হাওলাদার প্রমুখ।

error: দুঃখিত!