মুন্সিগঞ্জ, ৮ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের পঞ্চসারের জোড়পুকুর এলাকায় অবস্থিত বহু বছরের পুরানো একটি পেট্রোল পাম্প কে জরিমানা করেছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার (৭ জুন) দুপুরে পঞ্চসারের জোড়পুকুর এলাকায় অবস্থিত পূর্ণিমা ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ।
অভিযান সূত্রে জানা যায়, পূর্ণিমা ফিলিং স্টেশনে দীর্ঘ কয়েক বছর ধরে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ভোক্তা-ক্রেতাদের ডিজেল, অকটেন ও পেট্রোল প্রতি ১০০ লিটারে ৪ লিটার কম দেয়া হচ্ছিলো। এই অপরাধে পেট্রোল পাম্পটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পঞ্চসারের জোড়পুকুর এলাকায় অবস্থিত পূর্ণিমা ফিলিং স্টেশন বহু বছরের পুরানো। পেট্রোল পাম্পের কারনে এই এলাকাটি বহু বছর ধরেই ‘পেট্রোল পাম্প’ নামে আশেপাশে পরিচিত।