মুন্সিগঞ্জ, ১৪ অক্টোবর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
তৃতীয় ধাপে মুন্সিগঞ্জ সদর ও টংগিবাড়ী উপজেলার ২১ টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ৮৭তম কমিশন বৈঠক শেষে ভোটের এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
মুন্সিগঞ্জ সদর ও টংগিবাড়ী উপজেলার সবকয়টি ইউনিয়নে এই ভোট হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোটগ্রহণ ২৮ নভেম্বর।