মুন্সিগঞ্জ, ১৫ নভেম্বর ২০২৩, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
বুধবার সন্ধ্যা ৭টায় জাতীর উদ্দেশ্যে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এর কিছুক্ষণ পরই পুলিশ, র্যাব ও বিজিবিকে টহল দিতে দেখা গেছে মুন্সিগঞ্জ শহরে।
জানা গেছে, তফসিলকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলোর বিশৃঙ্খলা ঠেকাতে এই টহল।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।