মুন্সিগঞ্জ, ১৫ নভেম্বর ২০২৩, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
বুধবার সন্ধ্যা ৭টায় জাতীর উদ্দেশ্যে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ঘোষণা শেষ হওয়ার পরপরই তফসিলকে স্বাগত জানিয়ে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে জেলা শহরে।
মিছিলটি শহরের পুরাতন কাচারি থেকে শুরু হয়ে সুপারমার্কেট চত্বর ঘুরে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। এসময় বিভিন্ন স্লোগান দিয়ে তফসিলকে স্বাগত জানান নেতাকর্মীরা।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।