১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১২:৪৫
Search
Close this search box.
Search
Close this search box.
তফসিলকে স্বাগত জানিয়ে এমপি মৃণাল কান্তি অনুসারীদের আনন্দ মিছিল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ নভেম্বর ২০২৩, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

বুধবার সন্ধ্যা ৭টায় জাতীর উদ্দেশ্যে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ঘোষণা শেষ হওয়ার পরপরই তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস অনুসারী নেতাকর্মীরা।

মিছিলটি জেলা শহরের সুপারমার্কেট সংলগ্ন অঙ্কুরিত যুদ্ধ ১৯৭১ ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা ঘুরে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে তফসিলকে স্বাগত জানান নেতাকর্মীরা।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

error: দুঃখিত!