মুন্সিগঞ্জ, ৫ মার্চ, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলী আকবর শপথ গ্রহন করেছেন।
গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল আলী আকবরকে শপথ বাক্য পাঠ করান।
ইউপি চেয়ারম্যান আলী আকবরের শপথ গ্রহনের খবর পেয়ে কর্মী সমর্থকরা আনন্দ ও উৎসব করেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে শ্রীনগর উপজেলার তন্তর ইউপি’র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আকবর তার প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনকে ২ হাজার ২২০ ভোটে পরাজিত করেন। এর পর জাকির হোসেন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে রিট দায়ের করেন। রিট আবেদন নিষ্পত্তির পর হাই কোর্টের নির্দেশ মোতাবেক নির্বাচিত চেয়ারম্যান আলী আকবর গত বৃহস্পতিবার (৩ মার্চ) শপথ গ্রহন করেন।