মুন্সিগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় মোটর বাইক (ঢাকা মেট্রো-ল ৪৬ ২১৮৫) দুর্ঘটনায় ১ যুবক (২৫) নিহত ও ১ জন (২৫) গুরুতর আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় ষোলঘরের বটতলায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে মোটরসাইকেলটি মাওয়ার দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে ধাক্কা লাগলে বাইক চালক ও ১ আরোহী ছিটকে পরেন। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। অপর ১ আরোহী আহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মোটর সাইকেল দুর্ঘটনায় ১ যুবক নিহত হয়েছে ও গুরুতর আহত অবস্থায় ১ যুবককে ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।