মুন্সিগঞ্জ, ২৫ আগস্ট, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় দৈনিক সমকালের সাংবাদিক মাজেদ হোসেন (৪২) ও মাতা রওশন আরা (৭০), ভাগিনা শাওন (৬) সহ প্রাইভেটকারের চালক আহত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার বেজগাঁও বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করেন।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে দ্রুতগতির একটি কালো রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ-২৩৭৬৬৯) নিয়ন্ত্রণ হাড়িয়ে সড়ক দ্বীপের সাথে ধাক্কা লেগে দুমরে-মুচড়ে যায়। এসময় গাড়ীর চালকসহ ৪ জন আরোহী আহত হয়। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মাওয়া গামী প্রাইভেতকারটি হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হাড়িয়ে এই দুর্ঘটনা ঘটে। আহত সাংবাদিকসহ ৪ জনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরন করেন।