ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় অটোরিক্সা মালিক ও চালকদের সড়ক অবরোধ। সকাল সাড়ে ১০ টা থেকে মহাসড়কের জামালদি বাসস্টন,বাউশিয়া ও আনারপুরা সহ ৩টি স্থানে আবরোধ করে রাখে । পুলিশ আলোচনা করে একটি বাউশিয়ার অবরোধ তুলে দিলেও অব্যহত রয়েছে দুটি স্থানের অবরোধ কর্মসূচি। এতে চরম দূভোর্গে পরেছে এরুটে চলাচল রত যাত্রীরা।
অবরোধ কর্মসুচিতে অংশ নিয়েছেন দাউদকান্দি, নারায়গঞ্জের সোনারগাঁ, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার অটোরিক্সা মালিক ও চালকরা।
এসময় তারা মহাসড়কে অটোরিক্সা চলাচল বন্ধের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। এতে রাস্তার দু পাশে প্রায় ৭ কি.মি. যানযটের সৃষ্টি হয়েছে।
চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া ভবেরচরের হাইওয়ে ইনর্চাজ মো: সাইফুল ইসলাম জানান, অটোরিক্সা বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে।এতে কয়েক কি.মি র্দীঘ যানজট দেখা দিয়েছে। অবরোধ কারীদের সাথে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের চেষ্টা চলছে।