ডঃ ফখরুদ্দীন আহম্মেদ ১৯৪০ সালের ১ মে বিক্রমপুরের টঙ্গিবাড়ী উপজেলার নগরকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন । পিতা ডাঃ মহিউদ্দিন আহম্মেদ ।
ফখরুদ্দীন আহম্মেদ ১৯৫৫ সালে পিরোজপুর জেলার মঠবাড়িয়া হাই স্কুল থেকে ম্যাট্রিক,১৯৫৭ সালে ঢাকা কলেজ থেকে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে ইন্টারমেডিয়েট,১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ১৯৬১ সালে এম. এ. পাশ করেন ।১৯৭১ সালে যুক্তরাস্ট্রের উইলিয়াম কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে এম.এ. এবং ১৯৭৫ এ প্রিস্টন বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি ডিগ্রী লাভ করেন ।
২০০১ সালে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ।২০০৬ সালের ১২ জানুয়ারী তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ।