২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৩:৫১
Search
Close this search box.
Search
Close this search box.
ডিসেম্বরে ৩২ হাজার শিক্ষক নিয়োগ- মুন্সিগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ নভেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের আরও শ্রম দিতে হবে। আগামী ডিসেম্বরে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।’ এসব কথা বলেছেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি।

গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) বিকাল ৩ টা’য় সিরাজদিখান উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে সিরাজদিখান উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগীয় কর্মকর্তাগনের সাথে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক স্নেহাশীষ দাশ এর সভাপতিত্বে সিরাজদিখান প্রাথমিক শিক্ষা অফিসার মো: বেলায়েত হোসেনের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ইফতেখার হোসেন, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাসুদ ভুইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিনসহ মুন্সিগঞ্জ জেলার ৬টি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগন।

error: দুঃখিত!