ডিসেম্বরেই মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভা নির্বাচন
মুন্সিগঞ্জ, ২৮ আগস্ট, ২০২০, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর) আসন্ন ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভার নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে ‘আমার বিক্রমপুর’। গত ২৩ আগস্ট বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে এক সভায় ২০২০ সালের পৌরসভা নির্বাচন নিয়ে বিস্তর আলোচনা হয়। সেখানে মুন্সিগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভা নির্বাচনের কথাও উল্লেখ করা হয় বলে জানান ইসি সচিব মো: আলমগীর। মুন্সিগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভা’র সর্বশেষ নির্বাচন হয় ২০১৫ সালে। সেখানে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে প্রথম নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ এর পুত্র ফয়সাল বিপ্লব ও মিরকাদিম পৌরসভায় নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হন...
24
মুন্সিগঞ্জ, ২৮ আগস্ট, ২০২০, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
আসন্ন ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভার নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে ‘আমার বিক্রমপুর’।
গত ২৩ আগস্ট বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে এক সভায় ২০২০ সালের পৌরসভা নির্বাচন নিয়ে বিস্তর আলোচনা হয়। সেখানে মুন্সিগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভা নির্বাচনের কথাও উল্লেখ করা হয় বলে জানান ইসি সচিব মো: আলমগীর।
মুন্সিগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভা’র সর্বশেষ নির্বাচন হয় ২০১৫ সালে। সেখানে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে প্রথম নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ এর পুত্র ফয়সাল বিপ্লব ও মিরকাদিম পৌরসভায় নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হন তৎকালীন জনপ্রিয় প্রার্থী শহিদুল ইসলাম শাহিন।
আসছে ডিসেম্বরে মুন্সিগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভা’র পাশাপাশি বাংলাদেশের আরও ২৩৪ টি পৌরসভার নির্বাচন অনুষ্টিত হবে।
জানা গেছে, এবারের পৌরসভা নির্বাচনও দলীয় প্রতীকেই হবে। মুন্সিগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভায় ভোটগ্রহণের ক্ষেত্রে ব্যবহার হতে পারে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।


