১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:২৪
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে সাংবাদিক শিহাব আহমেদকে অব্যাহতি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

‘মুন্সিগঞ্জে প্রকাশ্যে মাদক ব্যবসার মূলহোতা কারা?’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে আমার বিক্রমপুরের সম্পাদক ও প্রকাশক শিহাব আহমেদকে অব্যাহতি দিয়েছেন আদালত।

গেল ১৭ মে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এই আদেশ দেন।

সাংবাদিক শিহাব আহমেদের আইনজীবী সালমা হাই টুনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার অভিযোগ ভিত্তিহীন মনে হওয়ায় বিচারক এই আদেশ দিয়েছেন। সাংবাদিক শিহাব আহমেদ চাইলে বাদীর বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করতে পারেন।

২০১৯ সালে মুন্সিগঞ্জে প্রকাশ্যে মাদক ব্যবসার মূলহোতা কারা?’ শিরোনামে আমার বিক্রমপুর পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক শিহাব আহমেদ। প্রতিবেদনের ভিত্তিতে বেশ কয়েকজন আসামিকে পুলিশ গ্রেপ্তারও করে। এতে ক্ষু্ব্ধ হয়ে পঞ্চসার ইউনিয়নের সরকারপাড়া এলাকার আবু সাঈদ ফাহিম বাদী হয়ে সাংবাদিক শিহাব আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

এর আগে পুলিশ আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। আদালত প্রতিবেদনটি পর্যালোচনা করে মামলা থেকে সাংবাদিক শিহাব আহমেদকে অব্যাহতির আদেশ দেন।

error: দুঃখিত!