৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৯:০৩
Search
Close this search box.
Search
Close this search box.
ঠোঁটের যত্নে বেইকিং সোডা
খবরটি শেয়ার করুন:

রূপচর্চা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, বেইকিং সোডা প্রাকৃতিকভাবে ঠোঁটের রং লাল করতে সাহায্য করে।

বেইকিং সোডার সঙ্গে মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করায় তা কোনো রকম ক্ষতি করে না বরং ত্বক আর্দ্র রাখে। 

ব্যবহার পদ্ধতি

– এক চা-চামচ বেইকিং সোডা ও মধু মিশিয়ে তা ঠোঁটের উপর লাগান।

– ঠোঁট খুব বেশি শুষ্ক হলে সোডার চেয়ে মধু বেশি ব্যবহার করুন।

– দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে ঠোঁটে মেখে ছোট ও গোলাকারভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নিন।

– এটা ঠোঁটের ত্বক এক্সফলিয়েট করে মৃত কোষ দূর করতে সাহায্য করে।

– মধু অবাঞ্ছিত ময়লা দূর করবে এবং আনবে প্রয়োজনীয় আর্দ্রতা।Let – – কয়েক মিনিট অপেক্ষা করে এই প্যাক হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

– তারপর ঠোঁটে এসপিএফ যুক্ত লিপ বাম লাগান।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!