২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ৯:৩৭
Search
Close this search box.
Search
Close this search box.
ট্রিপল মার্ডার; মুন্সিগঞ্জ শহর উত্তপ্ত, লাশ নিয়ে মিছিলে পুলিশের বাধা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় স্থানীয় ‘কিশোর গ্যাং’ গ্রুপের হামলায় ৩ জন নিহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় আজ দিনভর মুন্সিগঞ্জ শহর ছিলো উত্তপ্ত।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরের দিকে নিহত তিনজনের মধ্যে ইমনের লাশ নিয়ে মিছিল বের করেন এলাকাবাসী। পরে পুলিশ মিছিলে বাঁধা দিলেও বাঁধা উপেক্ষা করেই মিছিলটি উত্তর ইসলামপুর থেকে শহরের প্রধান সড়ক ও প্রেসক্লাব হয়ে পুনরায় ইসলামপুরে ফিরে যায়। এসময় উত্তেজিত প্রতিবাদকারীদের জনরোষের মুখে পুলিশ বাধ্য হয়ে মিছিলে নিরাপত্তার দায়িত্ব পালনের ভূমিকা নেয়।

লাশ নিয়ে বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা। ছবি: আমার বিক্রমপুর

নিহত ইমন ইমনের ৪ ভাই ২ বোনের মধ্যে সে সবার ছোট ছিলো।

ঘটনার দিন (গতকাল বুধবার) রাত ১১ টার দিকে নবম শ্রেণী পড়ুয়া এক মেয়েকে উত্যক্ত করার দ্বন্দ নিয়ে প্রতিপক্ষের সাথে আপোস করে দেওয়ার কথা বলে তাকে মোবাইলে ডেকে নেয় এ ঘটনায় অপর নিহত গ্রাম্য সালিশ আওলাদ হোসেন মিন্টু।

কিন্তু ইমন যাওয়ার পরেই শামীম, সাকিব, সিহাব সহ ঘাতকরা তার উপর হামলা চালিয়ে তাকে ছুড়িকাঘাত করে বলে জানান প্রত্যক্ষদশী সামসূ মিয়া। নিহত ইমনের পেটে ৩টি ছুড়িকাঘাত এবং তার লিঙ্গ থেতলে ফেলেছে বলে জানায় নিহত ইমনের বাড়ির লোকজন।

ইমনের বৃদ্ধ বাবা কাশেম প্রধান বলেন, ইমন আমার ছোট ছেলে ছিলো। ও কারো সাথে ঝগড়া ববাদ করতোনা। আমার ছেলেকে বিচারের কথা বলে ডেকে নেয় মিন্টু প্রধান। যাওয়ার সাথে সাথেই আমার ছেলেকে মেরে ফেলে ওরা।

এর আগে বুধবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই মো. ইমন হোসেন (২২) ও হাসপাতালে নেয়ার পথে মো. সাকিব হোসেন (১৯) ও আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওলাদ হোসেন মিন্টুর (৪৭) মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতারসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

error: দুঃখিত!