মানুষের প্রাত্যাহিক কাজে ব্যবহৃত সব ইলেক্ট্রনিক পণ্যকে নতুন রূপ দিতে স্যামসাং অনন্য। প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেক্ট্রনিক শোতে (সিইএস) স্যামসাংয়ের ধারে কাছে থাকে না অন্য কোন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান।
মানুষের প্রাত্যাহিক কাজে ব্যবহৃত সব ইলেক্ট্রনিক পণ্যকে নতুন রূপ দিতে স্যামসাং অনন্য। প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেক্ট্রনিক শোতে (সিইএস) স্যামসাংয়ের ধারে কাছে থাকে না অন্য কোন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। সে ধারাবাহিকতায় এবার সিইএসে টার্চ স্ক্রিনযুক্ত ফ্রিজ উপস্থাপন করবে স্যামসাং।
সম্প্রতি সংবাদমাধ্যম দ্য ভার্জ ফ্রিজের বিভিন্ন ছবি সম্বলিত এক প্রতিবেদনে জানায়, স্যামসাং নির্মিত ফ্রিজটির প্রত্যেকটি দরজায় আছে একটি বৃহদাকৃতির স্মার্টফোন। স্মার্টফোনগুলোর নিচে অ্যান্ড্রয়েডের মত ক্যাপাসিটিভ বাটনও আছে। তবে ডিভাইসগুলো অ্যান্ড্রয়েড, টাইজেন নাকি অন্য কোন অপারেটিং সিস্টেমে চলবে তা সম্বন্ধে কিছুই জানা যায়নি।
তবে স্যামসাংয়ের বিগত কয়েক বছরের ফ্রিজের মডেলের মতো আদলেই তৈরি করা হয়েছে নতুন এই স্মার্ট ফ্রিজটি। তবে এটির মাধ্যমে মুদি তালিকা তৈরি, খবর পড়া, গান শোনা এবং নোট পোস্ট করতে পারবেন আপনি। তাছাড়া ছবি দেখে এটিতে ভয়েস ইনপুট আছে বলে ধারণা করছে সংবাদমাধ্যম দ্য ভার্জ। আপনি চাইলেই কথার মাধ্যমে ফ্রিজকে আদেশ দিতে পারবেন। তাছাড়া ফ্রিজের ভিতরে আইস বক্সে কি আছে বা নেই, কোন জিনিস কখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে তা ট্রাক করার ফিচার যুক্ত করেছে স্যামসাং। এসব ফিচার এবারই প্রথম ফ্রিজে যুক্ত করছে স্যামসাং এমনটিই জানায় সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে বলা হয়, ফ্রিজে ‘গ্রোসারিজ বাই মাস্টারকার্ড নামে একটি ফিচারও যুক্ত করার সম্ভাবনা আছে। উল্লেখ্য, এই ফিচারের মাধ্যমে ভোক্তারা ওখান থেকেই অনলাইন শপিং করতে পারবেন। তাছাড়া এটিতে প্যানডোরা, ক্যালেন্ডার এবং আবহাওয়ার খবর জানানোর ফিচারও থাকতে পারে।
সিইএস শুরু হওয়ার পরই স্যামসাংয়ের এই টাচ স্ক্রিন ফ্রিজ সম্বন্ধে আরও বিস্তারিত জানা যাবে বলে প্রতিবেদনে বলে দ্য ভার্জ্। তবে ফ্রিজটির প্রত্যাশিত দাম ৪ হাজার মার্কিন ডলারের মধ্যে থাকবে বলে জানায় সংবাদমাধ্যমটি।
সূত্র: দ্য ভার্জ