২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | সন্ধ্যা ৭:২৫
টাকার অভাবে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না মুন্সিগঞ্জের ইদ্রিস আলী
খবরটি শেয়ার করুন:

জামানত কেনার টাকা জোগাড়সহ অন্যান্য জটিলতার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশের কমিউিনিস্ট পার্টির (সিপিবি) আট প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। আজ বুধবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত দলীয় মনোনয়নপত্র প্রাপ্ত ৮৩ জনের মধ্যে ৭৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা না দেওয়া আট নেতা হলেন— নওগাঁ-৬ আসনে মনসুর রহমান, মানিগঞ্জ-২ আসনে নাসির উদ্দিন, কক্সবাজার-৩ আসনে দীপক বড়ুয়া, গাইবান্ধা-১ আসনে নূরে আলম মানিক, মাগুরা-১ আসনে আনিসুর রহমান, ময়মনসিংহ-১ আসনে আবদুর রেজ্জাক, মুন্সিগঞ্জ-২ আসনে ইদ্রিস আলী, গাজীপুর-১ আসনে হানিফ মাহমুদ।

এ ছাড়া বাম গণতান্ত্রিক জোটের আরও দুই নেতা অর্থাভাবে মনোনয়নপত্র জমা দিতে পারেনি বলে জানা গেছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার তালিকায় আছেন— পঞ্চগড়-২ আসনে আশরাফুল আলম, ঠাকুরগাঁও-২ প্রভাত সমীর শাহজাহান আলম, দিনাজপুর-৩ মো. বদিউজ্জামান বাদল, দিনাজপুর-৪ রিয়াজুল ইসলাম রাজু, রংপুর-৬ অধ্যাপক কামরুজ্জামান, কুড়িগ্রাম-২ উপেন্দ্রনাথ রায়, কুড়িগ্রাম-৩ দেলোয়ার হোসেন, গাইবান্ধা-১ নূরে আলম মানিক, গাইবান্ধা-৩ মিহির ঘোষ, গাইবান্ধা-৫ যজ্ঞেশ্বর বর্মন, বগুড়া-৫ সন্তোষ পাল, বগুড়া-৬ আমিনুল ফরিদ, নওগাঁ-৪ ডা. ফজলুর রহমান, রাজশাহী-২ এনামুল হক, সিরাজগঞ্জ-৩ মোস্তফা নুরুল আমিন, কুষ্টিয়া-২ অধ্যাপক ওয়াহেদুজ্জামান পিন্টু, ঝিনাইদহ-৪ ফনিভূষণ রায়, বাগেরহাট-২ খান সেকেন্দার আলী, বাগেরহাট-৪ শরীফুজ্জামান শরীফ, খুলনা-১ অশোক সরকার, খুলনা-২ এইচ এম শাহাদাৎ, খুলনা-৫ চিত্ত গোলদার, খুলনা-৬ সুভাষ সানা মহিম, পটুয়াখালী-১ মোতলেব মোল্লা, পটুয়াখালী-২ শাহাবুদ্দিন মাস্টার, ভোলা-১ অ্যাডভোকেট সোহেল আহমেদ, পিরোজপুর-১ ডা. তপন বসু, পিরোজপুর-২ হাজী হামিদ,পিরোজপুর-৩ দিলীপ পাইক, টাঙ্গাইল-২ জাহিদ হোসেন খান, জামালপুর-২ মনজুরুল আহসান খান, জামালপুর-৫ আলী আক্কাস, শেরপুর-১ সদর আফিল শেখ, ময়মনসিংহ-৪ এমদাদুল হক মিল্লাত, ময়মনসিংহ-৩ হারুন আল বারী, নেত্রকোনা-১ আলকাছ উদ্দিন মীর, নেত্রকোনা-২ মোশতাক আহমেদ,নেত্রকোনা-৪ জলি তালুকদার, নেত্রকোনা-৩ মো. আনোয়ার হেসেন।

এ ছাড়া কিশোরগঞ্জ-৩ আসনে ডা. মো. এনামুল হক ইদ্রিছ, কিশোরগঞ্জ-১ অ্যাডভোকেট মো. এনামুল হক, কিশোরগঞ্জ-২ নুরুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ মো. ফরিদ আহাম্মদ, গাজীপুর-২ মো. জিয়াউল কবীর, গাজীপুর-৪ মানবেন্দ্র দেব ঢাকা-১৩ রিয়াজ উদ্দিন, ঢাকা-১৫ আহাম্মদ সাজেদুল হক, ঢাকা-১ আবিদ হোসেন, ঢাকা-২ সুকান্ত শফী কমল, ঢাকা-৬ আবু তাহের বকুল, ঢাকা-১৩ খান আহসান হাবীব, চট্টগ্রাম-১৪ আব্দুল নবী, চট্টগ্রাম-৯ মৃণাল চৌধুরী, চট্টগ্রাম-৮ সেহাব উদ্দিন সাইফু, নোয়াখালী-৩ মুজিবল হক, কুমিল্লা-৫ আবদুল্লাহ ক্বাফী রতন, ব্রাহ্মণবাড়িয়া-৬ অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ জামাল, ব্রাহ্মণবাড়িয়া-৫ শাহীন খান, ব্রাহ্মণবাড়িয়া-৩ শাহরিয়ার মো. ফিরোজ, ব্রাহ্মণবাড়িয়া-২ ঈসা খান, হবিগঞ্জ-৩ পীযুষ চক্রবর্তী, সুনামগঞ্জ-২ নিরঞ্জন দাশ,

আরও রয়েছেন— শরীয়তপুর-৩ আসনে সুশান্ত ভাওয়াল, ফরিদপুর-৪ আতাউর রহমান কালু,ফরিদপুর-৩ রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর-২ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ-৫ অ্যাডভোকেট মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ-৪ ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ-৩ আব্দুস সালাম বাবুল, নারায়ণগঞ্জ-২ হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ-১ মো. মনিরুজ্জামান চন্দন, নরসিংদী-৪ কাজী সাজ্জাদ জহির চন্দন, মুন্সীগঞ্জ-১ সমর দত্ত, মুন্সীগঞ্জ-৩ শ. ম কামাল হোসেন ও জামালপুর-৩ আসনে শিবলুল বারী রাজু।

error: দুঃখিত!