ওজান হতে নেমে আসা ঢলের পানিতে টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা নদীর পারে ভাঙ্গন দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বড়াইল প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনটি নদীতে বিলীন হয়ে গেছে। টঙ্গীবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান জানান, বড়াইল বিদ্যালয়ের ভবনটি হঠাৎ করে মঙ্গলবার রাতে পদ্মা নদীতে ধসে গেছে। এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
এদিকে উপজেলার বাঘবাড়ি, চৌসার গ্রামের বিস্তির্ন এলাকায় নদী ভাঙ্গন অব্যাহত আছে। চৌসার জামে মসজিদের পাকা ভবনটি ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার গারুরগাও, পাচঁগাও ও হাসাইল এলাকার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন বাড়িঘর প্লাবিত হচ্ছে। গারুরগাও ওয়ার্ড মেম্বার ইদ্রিস সেখ জানান, শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়লেও আমরা এখনো কোন ত্রান সহয়তা পায়নি।