নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার সকালে টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও গ্রামের ইদ্রিস মেম্বারের বাড়ির সামনে ভাড়াটিয়া খুনি এক শিশুকে খুনের চেষ্টা চালায়। এ সময় ভাড়াটিয়া খুনি সোহেল তাঁতীকে (২৫) এলাকাবাসী আটক করে। পরে তাকে পুলিশে সোপার্দ করা হয়।
জানা গেছে, শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার নওপাড়া গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে জুবেল (১০) বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি হতে টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও গ্রামের খালার বাসায় যাচ্ছিলো।
পথিমধ্যে পাঁচগাঁও গ্রামের ইদ্রিস মেম্বারের বাড়ির সামনে ওই শিশুকে ভাড়াটিয়া খুনি পথরোধ করে। এরপর কাদামাটির মধ্যে তাকে চেপে শ্বাসরোধে হত্যার চেষ্ঠা করে। এ সময় পাশের জমিতে ওষুধ স্প্রে করতে থাকা এক কৃষক শব্দ পেয়ে দৌড়ে কাছে আসে। এরপর সোহেলকে ধরে চিৎকার করলে আশে পাশের লোক এগিয়ে আসে। এলাকাবাসী সোহেলকে আটক করে। পরে পুলিশে খবর দিলে তাদের কাছে সোহেলকে সোপার্দ করা হয়।
সোহেল জানায়, নড়িয়া গ্রামের মৃত জয়নাল তাঁতীর ছেলে আদম ব্যবসায়ী খোকন (৫০) তাকে শিশু জুবেলকে খুন করতে ভাড়া করে। খুন করতে পারলে তাকে অনেক টাকা দেওয়া হবে সে জানায়। এ কাজটা করতে পারলে তাকে বিদেশ পাঠিয়ে দেয়ার লোভ দেখায়।
এতে সে রাজি হয়ে জুবেলকে খুন করতে এখানে আসে। পরে তার মায়া হওয়ায় সে তাকে খুন করতে পারেনি।
জুবেলের পিতা আনোয়ার হোসেন জানান, আদম ব্যবসায়ী খোকন আমার শ্যালক কাশেমকে সম্প্রতি ৫ লক্ষ টাকার বিনিময়ে মালয়শিয়া নেয়। কিন্তু সেখানকার ইমেগ্রেশন পুলিশের হাতে ধরা পরে কাশেম মালয়শিয়া জেল হাজতে বন্দি রয়েছে।
এ বিষয় নিয়ে প্রায় ২ মাস আগে আমার সাথে খোকনের ঝগড়া বিবাদ হয়। এর জের ধরে খোকন ভাড়াটিয়া খুনি সোহেলকে দিয়ে আমার ছেলে জুবেলকে হত্যার চেষ্টা করে।
সোহেল নওপাড়া গ্রামের আ. হাই তাঁতীর ছেলে। এ ব্যাপারে জুবেলের পিতা আনোয়ার হোসেন বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা এস আই হুমায়ূন কবির জানান, শিশুটিকে মারধর করে তার কাছ হতে টাকা ছিনিয়ে নিয়ে যায় সোহেল। এ সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপার্দ করে।