মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও দিঘিরপাড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আনিসুর রহমান হালদারকে র্যাব পরিচয়ে অপহরণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে কামারখাড়া বাজারের ব্যবসায়ীরা।
আজ শনিবার সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপী টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া বাজারে প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে বাজার ব্যবসায়ী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। পাশাপাশি ওই ৩ ঘন্টা বাজারের সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাখে ব্যবসায়ীরা।
মানববন্ধনকারী বাজারের ব্যবসায়ীরা বলেন, কোন অভিযোগ ছাড়া র্যাব-২ এর পরিচয়ে একটি টিম বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান রিয়া স্টোর থেকে তাকে তুলে নিয়ে যায়। কি কারনে তাকে ধরে নেয়া হয়েছে তা এখনো জানা যায়নি। অবিলম্বে তার মুক্তি দাবি করেন তারা। অপহরণের পর থেকে ওই ব্যবসায়ীকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্বজনেরা।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান শেখ, দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফ হাওলাদার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা কাজী আ. জব্বার, টঙ্গীবাড়ী ছাত্রলীগ সভাপতি মাসুম মোল্লা, কামারখাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফয়সাল আহমেদ প্রমূখ।