২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:৫৫
টঙ্গীবাড়ীতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ
খবরটি শেয়ার করুন:
শেখ রাসেল ফখরুদ্দীন: উপজেলার দরজার পার গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গান পাউডার, ককটেল তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার দরজার পাড় গ্রামের মৃত জামালউদ্দিন সরদারের ছেলে সিপন সরদারের ঘরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণে টিন ও কাঠ দিয়ে তৈরি ঘরটির উড়ে যায়। পরে পুলিশ রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
টঙ্গীবাড়ী থানা এসআই শাহালম জানান, ঘরের মেঝের বিভিন্ন স্থানে জমাট বাধা রক্ত রয়েছে। যে ঘরটির মধ্যে ককটেল তৈরি করা হয়েছে তার অর্ধেক উড়ে গেছে। আহতদের গোপনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এখন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
error: দুঃখিত!