১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:০৩
টঙ্গীবাড়ীতে অস্ত্র-গুলিসহ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ১১
খবরটি শেয়ার করুন:

টঙ্গীবাড়ীতে অস্ত্র ও গুলিসহ ৭ মামলার আসামী এবং হত্যা ও মাদক মামলার মোট ১১ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দের বাজার সংগ্লগ্ন রতনের ঘর হতে জুয়া খেলারত অবস্থায় মুন্সীগঞ্জ সদর থানার অস্ত্র ও চাদাঁবাজী মামলাসহ ৭ মামলার ওয়ারেন্ট আসামী ইকবাল হোসেনকে আমরিকান তৈরী অত্যাধুনিক পিস্তল ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় টঙ্গীবাড়ী থানা ওসি আলমগীর হোসাইন, এসআই জসিম ও কনেষ্টেবল এসহাক আহত হয়েছে। গ্রেফতারকৃত ইকবাল মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার বনিকপাড়া গ্রামের ভূলু সৈয়াল এর ছেলে। এ সময় ইয়াবাসহ ইকবালের সাথে জুয়া খেলারত অবস্থায় আরো ৬ আসামী উপজেলার বলই গ্রামের আবুল হোসেন ঢালী, মিল্টন তালুকদার, সুমন ঢালী, রমজান ঢালী, ওমর ফারুক, আক্কাস মোল্লকে গ্রেফতার করা হয়। টঙ্গীবাড়ী থানা ওসি আলমগীর হোসাইন জানান, ইকবাল মুন্সীগঞ্জ সদর থানার ৭ মামলার পলাতক আসামী। সে উপজেলার চান্দের বাজার এলাকার রতনের ঘরে ওই এলাকার আরো কিছু মাদক ব্যাবসায়ীর সাথে জুয়া খেলা ও মাদকসেবনেরত থাকা অবস্থায় তাকে গ্রেফতার করি। এদিকে উপজেলার বেতকা বাজার এলাকা হতে শুকবার রাতে কবির হোসেন হত্যা মামলার পলাতক আসামী কামাল হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। সে নারায়নগঞ্জ সদর উপজেলার লাল মিয়ারচর গ্রামের ফজলু সেখের ছেলে। অপরদিকে উপজেলার আউটশাহী গ্রাম হতে শুক্রবার রাতে ওয়ারেন্ট আসামী মানিক মন্ডল, উত্তম মন্ডল, কাদির সেখকে গ্রেফতার করে পুলিশ।

error: দুঃখিত!